ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, ফেব্রুয়ারি ৬, ২০২৪
বাঁশখালীতে হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: বাঁশখালীতে হাতির আক্রমণে মো. আবুল কালাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পুকুরিয়া ইউনিয়নে নাটমুড়া পশ্চিম পাড়া দারোগা মসজিদেন সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদ জানান, ভোরের দিকে পুকুরিয়া ৬ নম্বর ওয়ার্ড পূর্ব নাটমুড়া গ্রামের আবুল কালাম ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে পারিবারিক কবরস্থান জিয়ারত করার মুহূর্তে পেছন থেকে বন্যহাতি আক্রমণ করে।

বাঁশখালী থানার এসআই নুরুল আলম বলেন, দারোগা মসজিদে নাজাম শেষ করে বাসায় যাওয়ার সময় বন্যহাতি আবুল কালামকে আক্রমণ করে। পরে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে সকাল সাড়ে ১১টায় মারা যান।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।