ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে জিপের ধাক্কায় প্রাণ গেল নারীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, ফেব্রুয়ারি ৫, ২০২৪
কর্ণফুলীতে জিপের ধাক্কায় প্রাণ গেল নারীর

চট্টগ্রাm: কর্ণফুলীতে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে যাওয়ার সময় জিপের ধাক্কায় জয়নাব বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।  

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কর্ণফুলীর পিএবি সড়কের বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 
নিহত জয়নব কর্ণফুলী উপজেলা বড়উঠান এলাকার বালির বাপের বাড়ির আইয়ুব আলীর স্ত্রী।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু ছৈয়দ রানা বলেন, ওই নারী সকালে বড়উঠান দীঘির পাড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বাড়ি থেকে বের হয়েছিলেন।

কিন্তু রাস্তা পার হওয়ার সময় জিপ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, জিপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।