ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় পুড়ে ছাই ১৮ বসতঘর, দগ্ধ ৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, ফেব্রুয়ারি ৫, ২০২৪
আনোয়ারায় পুড়ে ছাই ১৮ বসতঘর, দগ্ধ ৫  ...

চট্টগ্রাম: আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হয়েছে ১৮টি কাঁচাঘর। এতে দগ্ধ হয়েছে শিশুসহ ৫ জন।

রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রায়পুর ইউনিয়নে উত্তর পরুয়া পাড়া ১ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

দগ্ধরা হলেন- মো. হেলাল (৩৫), মো. জামাল (৪৫), শিশু নিহা (১৩), হাসান (১০) ও তানিয়া (৫)।

তাদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  

ইউপি সদস্য মো. ইসহাক বাংলানিউজকে জানান, রাতে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে।  

আনোয়ারা ফায়ার স্টেশনের ইনচার্জ মং সুইন্যু মারমা বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিস রাত ২টায় খবর পায়। ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আধাঘন্টা সময় লাগে। একটি ইউনিটের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।