ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

উচ্চ শিক্ষার উন্নয়নে ইডিইউর সঙ্গে কাজ করবে ইউটিপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, ফেব্রুয়ারি ৩, ২০২৪
উচ্চ শিক্ষার উন্নয়নে ইডিইউর সঙ্গে কাজ করবে ইউটিপি

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসে’র (ইউটিপি)। এই চুক্তির ফলে দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গবেষণা ও উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ঘটবে।

 

সম্প্রতি এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়।  

ইডিইউর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স (আইজিএলই) কোর্সের আওতায় ১৮ জন শিক্ষার্থী বৈশ্বিক বিষয়ে অভিজ্ঞতার জন্য ৭ দিনের মালয়েশিয়া সফরে যান।

তাঁদের সঙ্গে ছিলেন ইডিইউর ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য ড. মোহাম্মদ নাজিম উদ্দিনসহ বিশ্ববদ্যিালয়টির বেশ কয়েকজন শিক্ষক।  

সমাঝোতা স্মারকে ইউটিপির পক্ষে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মোহাম্মদ ইব্রাহিম বিন আবদুল মুতালিব এবং ইডিইউর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন সই করেন।  

দুই বিশ্ববিদ্যালয়ের এই সমাঝোতা চুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত ইডিইউর ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি শিক্ষার্থীদের অত্যাধুনিক সুবিধা এবং কার্যকর দিক নির্দেশনা দেওয়ার ওপর প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে সফল হতে এবং বিদেশী বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অন্বেষণ করার ক্ষেত্রে এই সমাঝোতা চুক্তি অসমান্য অবদান রাখবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ বিশ্বমানের শিক্ষা দেওয়ার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। তারই অংশ হিসেবে ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাসের সঙ্গে সমাঝোতা চুক্তি করেছে ইডিইউ। এমন উদ্যোগের মাধ্যমে আমরা এটাই নিশ্চিত করতে চাই, ভবিষ্যতে আমার শিক্ষার্থীরা যেন শীর্ষ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের দক্ষতা দেখাতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।