ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে দীঘিতে ডুবে পিকআপ হেলপারের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, ফেব্রুয়ারি ২, ২০২৪
সীতাকুণ্ডে দীঘিতে ডুবে পিকআপ হেলপারের মৃত্যু  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সীতাকুণ্ডে দীঘিতে ডুবে মো. বিজয় নামে এক পিকআপ ভ্যানের হেলপারের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রায় এক ঘন্টা পর স্থানীয়রা দীঘি থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত বিজয়ের বাড়ি হাটহাজারী উপজেলায়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দেওয়ান দীঘিতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে মীরসরাই থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সীতাকুণ্ড পৌরসদরের দেওয়ান দীঘিতে বালতি নিয়ে গাড়ি পরিস্কারের জন্য পানি আনতে নামে হেলপার মো. বিজয়।

এ সময় ওই যুবক পিচ্ছিল দীঘিতে পড়ে তলিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শী কয়েকজন যুবক ওই হেলপারকে উদ্ধার করার জন্য দীঘিতে নামে। এরমধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও চলে আসে। তারা এসে হেলপারকে দীঘি থেকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দীঘি থেকে আমাদের কয়েকজন কর্মীসহ স্থানীয়রা পানিতে নেমে নিখোঁজ ব্যক্তিকে মৃত উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা ফেব্রুয়ারি ২, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।