ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গ্রাহকের অর্থ আত্মসাৎ, ব্যাংক কর্মকতার ১২ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, জানুয়ারি ৩১, ২০২৪
গ্রাহকের অর্থ আত্মসাৎ, ব্যাংক কর্মকতার ১২ বছর কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: ব্যাংকে রাখা গ্রাহকের ৯০ লাখ টাকা ভুয়া এফডিআর দেখিয়ে আত্মসাতের ঘটনায় দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ব্যাংক কর্মকতার মো. ইফতেখারুল কবিরকে ১২ বছর ৩ মাস কারাদণ্ড ও ১ কোটি ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছর ৩ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এই রায় দেন।

ইফতেখারুল কবির, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নগরীর চান্দঁগাও শাখার সাবেক প্রাউরিটি ব্যাংকিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।  

রায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দুদকের বিশেষ পিপি মুজিবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

আদালত সূত্রে জানা যায়,  ২০১৯ সালের ৬ মার্চ উল্লিখিত ব্যাংকের শাখায় ৯০ লাখ টাকার এফডিআর খোলার জন্য আসেন গ্রাহক ফজিলাতুন নেছা বেগম। এরপর আসামি ওই গ্রাহকের এফডিআর না খোলে এক জাল এফডিআর খোলেন। একই সঙ্গে গ্রাহকের কাছ থেকে কৌশলে একটি একাউন্ট পে চেকে স্বাক্ষর করে নেন আসামি। পরে ওই চেক আরেকজনের একাউন্টে নগদায়নের মাধ্যমে টাকা আত্মসাত করেন। এই ঘটনায় ২০১৯ সালের ১৪ অক্টোবর দুদকের চট্টগ্রামের উপসহকারি পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে ব্যাংক কর্মকর্তা মো. ইফতেখারুল কবিরকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।