ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুক্রবার 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৯, ডিসেম্বর ১৩, ২০২৩
সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুক্রবার  ....

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মুক্ত চিন্তা বিকাশে বিভিন্ন বিভাগের ২৪টি দলের অংশগ্রহণে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

বুধবার (১৩ ডিসেম্বর) চবি সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।  

এসময় উপস্থিত ছিলেন সিইউডিএসের সভাপতি কায়েস মুহাম্মদ সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক মারজুক-ই-ইলাহী।

দীপ্ত দীপায়ন অর্নব মিত্র ও মেহেদী হাসান ইমন।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১৫ ডিসেম্বর) চবির ব্যবসায় প্রশাসন অনুষদে। এছাড়া চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রোববার (১৭ ডিসেম্বর) বুদ্ধিজীবী চত্বরে।  

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৪টি দল ও দেশসেরা বিতার্কিকদের মধ্যে ১৫ জন বিচারকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ট্যাব ফরম্যাটে এশিয়ান সংসদীয় বিতর্ক (বাংলা) পদ্ধতিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।  

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ- উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিইউডিএস এর মডারেটর, আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এবিএম আবু নোমান।

প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে 'এনএইচটি হোল্ডিং লিমিটেড' ও 'ডেলটা ইমিগ্রেশন'। মিডিয়া পার্টনার হিসেবে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিইউডিএস'র যুগ্ম সম্পাদক  মারজুক-ই-ইলাহী। এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন দীপ্ত দীপায়ন অর্নব মিত্র ও মেহেদী হাসান ইমন।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন। ২৮ বছরের ধারাবাহিকতায় বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মেধা মননের বিকাশ ও যুক্তিবুদ্ধির চর্চায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় তরুণ সমাজের মধ্যে চিন্তাচেতনার জাগরণের প্রয়াসে এবারের এ আয়োজন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।