ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে দালাল গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, নভেম্বর ৩০, ২০২৩
চমেক হাসপাতালে দালাল গ্রেফতার ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আরও এক দালালকে গ্রেফতার করা হয়েছে।

তার নাম রিতা চৌধুরী (৫৫)।

তিনি সাতকানিয়ার পশ্চিম নলুয়া এলাকার সুভাষ চৌধুরীর স্ত্রী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে রিতা চৌধুরী নামে এক দালালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। হাসপাতালে দালাল আটক অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।