ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পল হ্যারিস ফেলো হলেন তিন রোটারিয়ান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, নভেম্বর ২৭, ২০২৩
পল হ্যারিস ফেলো হলেন তিন রোটারিয়ান

চট্টগ্রাম: রোটারি ফাউন্ডেশনের সম্মানজনক পিএইচএফ (পল হ্যারিস ফেলো) হলেন রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ২০২৩-২৪ এর ক্লাব অ্যাসাইন অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান জয় দেব চন্দ্র দাস জয়, প্রেসিডেন্ট রোটারিয়ান নাসিমা আখতার এবং প্রেসিডেন্ট ইলেক্ট ও সেক্রেটারি রোটারিয়ান শওকত বাঙালি।

শনিবার (২৫ নভেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত দ্য রোটারি ফাউন্ডেশন সেমিনার ২০২৩-২৪ তাদের হাতে পিএইচএফ সার্টিফিকেট তুলে দেন রোটারি ৩২৮২ জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন পিডিজি আব্দুল আহাদ, পিডিজি ড. মীর আনিসুজ্জামান, পিডিজি ড. মঞ্জুরুল হক চৌধুরী, ডিএফএল পিপি সামিনা ইসলাম, চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ ক্লাব ডিরেক্টর কমিউনিটি সার্ভিস রোটারিয়ান হাসিনা আক্তার লিপি, চার্টার প্রেসিডেন্ট একেএম সাইদুল ইসলাম বাবু প্রমুখ।

রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টকে রোটারি ফাউন্ডেশনে ক্লাব সদস্যরা শতভাগ অনুদান দেওয়ায় সেমিনারে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

জেলার ৫টি ক্লাব এ গৌরবজনক সম্মাননা পেয়েছে। রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট’এ চলতি বছর ৩ জন পিএইচএফ হওয়ার মধ্য দিয়ে মোট ২০ জন পিএইচএফ’এ উত্তীর্ণ হলো এবং ১ জন এমপিএইচএফসহ আগামী ২৮ নভেম্বর ক্লাবটি ২৩ বছরে পদাপর্ণ করবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।