ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে আগুনে পুড়লো চার ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, নভেম্বর ৯, ২০২৩
বোয়ালখালীতে আগুনে পুড়লো চার ঘর ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে চারটি বসতঘর।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে আপেল আহমদ টেক সংলগ্ন পশ্চিম গোমদণ্ডী ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজ তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে নুরুল ইসলাম (৬৫), দিদারুল আলম (৪৫), ফরিদুল আলম (৪০) ও মনির হোসেন (৩০) এর ঘর পুড়ে গেছে।  

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ মামুন বলেন, বোয়ালখালী সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ৩টি কাঁচা বসতঘর পুরোপুরি ও ১টি সেমিপাকা ঘর আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।