ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রহমানিয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন তালেব আলী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, সেপ্টেম্বর ২০, ২০২৩
রহমানিয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন তালেব আলী

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানাধীন রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের  ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে মো. তালেব আলীকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী সই করা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০০৯ এ বর্ণিত ৩৯ এর আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক সচস্য সচিব, ইয়াছমিন আকতারকে অভিভাবক  প্রতিনিধি ও মো. হারুন চৌধুরী  শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।