ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ক্রিকেট

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশে নাসুম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, মার্চ ৯, ২০২২
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশে নাসুম

টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাসুম আহমেদ। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন এই টাইগার স্পিনার।

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১০ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন এই বাঁহাতি।

নাসুমের রেটিং পয়েন্ট এখন ৬৩৭। তাছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছেন মুজিব-উর-রহমান। মুজিব নেমে গেছেন আটে, সাতে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়া।  

যথারীতি শীর্ষে রয়েছেন দক্ষিণ স্পিনার আফ্রিকার তাবরাইজ শামসি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগোলেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ্ জাজাই। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ৬৩৩ রেটিং নিয়ে রোহিত শর্মাকে পেছনে ফেলে ১৩তম স্থানে রয়েছেন এ ব্যাটার।

২৭ নম্বরে রয়েছেন বাংলাদেশের ওপেনার নাঈম শেখ। ৫১৬ রেটিং নিয়ে ৩৪তম স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ৬০ রানের সুবাধে এগোলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে অবস্থান করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।