ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

চাকরি ছাড়ছেন আফগান হেড কোচ ক্লুজনার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, নভেম্বর ৩০, ২০২১
চাকরি ছাড়ছেন আফগান হেড কোচ ক্লুজনার

আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের হেড কোচের পদ ছাড়ছেন ল্যান্স ক্লুজনার। চলতি বছরের ৩১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে চুক্তি শেষ হবে।

এরপর আর চুক্তি নবায়নের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

এর আগে ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৯ সালের সেপ্টেম্বরে ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হন ক্লুজনার।

সরে যাওয়া প্রসঙ্গে ক্লুজনার বলেন, ‘দুই বছর এই দলটির সঙ্গে কাটানোর পর আমি অনেক ভালো স্মৃতি সাথে নিয়ে যাবো। এখান থেকে চলে যাওয়ার পর অন্য কোথাও কোচিংয়ের ব্যাপারে মন দিতে চাই। ’

ক্লুজনারের সময় ক্রিকেটের তিন ফরম্যাটেই উন্নতি করে আফগানরা। তার কোচিংয়ে একটি টেস্ট, ৬ ওয়ানডের তিনটি ও ১৪ টি-টোয়েন্টির মধ্যে ৯টি জেতে দলটি। এসময় ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতে তারা। তবে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো যায়নি। সুপার টুয়েলভে ৫ ম্যাচের তিনটিতে হেরে বিদায় নিতে হয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।