ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভালো আছেন সৌরভ, রোববার হাসপাতাল ছাড়তে পারেন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, জানুয়ারি ৩১, ২০২১
ভালো আছেন সৌরভ, রোববার হাসপাতাল ছাড়তে পারেন

ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বর্তমানে ভালো আছেন। রোববার (৩১ জানুয়ারি) তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।

সৌরভের চিকিৎসক সপ্তর্ষি বসু বলেন, ‘রোববার সকালে সৌরভকে হাসপাতাতাল থেকে ছুটি দেওয়ার পরিকল্পনা আছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন তিনি। তাই দ্রুত ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হল। ’

তিনি আরও বললেন, গত কয়েক বছর ধরে সৌরভ পরিমিত খাওয়া দাওয়া করেন। নিয়ম করে প্রতিদিন জিম করেন। তার এমন হওয়াটা দুর্ভাগ্যজনক। যদিও এখন চিন্তার কোনো কারণ নেই। আগামী কয়েক দিন বিশ্রাম নিলে উনি আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরকেআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।