ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আইসোলেশন প্রটোকল ভাঙলেন করোনা আক্রান্ত পাকিস্তানের ৬ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, নভেম্বর ২৭, ২০২০
আইসোলেশন প্রটোকল ভাঙলেন করোনা আক্রান্ত পাকিস্তানের ৬ ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট দল

নিউজিল্যান্ড সফরে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের ৬ ক্রিকেটার। যার কারণে তাদের থাকার কথা আইসোলেশনে।

 

কিন্তু এই ব্যাপারে যেন কোনো মাথাব্যথা নেই পাকিস্তানিদের। নিউজিল্যান্ডের সাধারণ স্বাস্থ্যের ডিরেক্টর ড. অ্যাশলে ব্লুমফিল্ড দাবি করেছন, পাকিস্তান ক্রিকেট দলের কয়েকজন সদস্য মাস্ক না পরে, একজন আরেকজনের সঙ্গে মেলামেশা করে আইসোলেশন প্রটোকল ভঙ্গ করেছেন।  

শুক্রবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যম আরএনজেড’কে তিনি আরও বলেন, ‘তাদের (পাকিস্তান) স্কোয়াডের ৬ জন খেলোয়াড়ের পজিটিভ হয়েছেন, অন্য সদস্যরা নয়। সম্ভাবনা রয়েছে তারা দলের বাকি সদস্যদের সংক্রমিত করতে পারে।  তবে মূল বিষয় হলো, স্কোয়াডের সবাই ঝুঁকিতে আছে কেননা তারাও কোভিডে আক্রান্ত হতে পারেন।  

নিউজিল্যান্ড সফরের জন্য লাহোর ছাড়ার সময় পাকিস্তান দলের সবার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর ক্রাইস্টচার্চে আইসোলেশনে যাওয়ার আগে ফের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই ৬ জন ক্রিকেটারের রিপোর্ট পজিটিভ আসে জানায় নিউজিল্যান্ড ক্রিকেট।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।