ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ক্রিকেট

করোনায় ভারতীয় ক্রিকেটারের স্ত্রীর মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, মে ৩১, ২০২০
করোনায় ভারতীয় ক্রিকেটারের স্ত্রীর মৃত্যু কোভিড-১৯

ক্রিকেটার সন্দেশ পারালকারের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় শোকে স্তব্দ ভারতীয় ক্রিকেট মহল। শনিবার (৩০ মে) সকাল ৬টায় পারালকারের স্ত্রী শৈলজা ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

রোববার (৩১ মে) খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

পারালকারও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

ইতোমধ্যে তাকে চিকিৎসার জন্য শিবাজী পার্কের মিউনিসিপাল কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।  

বর্তমান পেশায় বৃহত্তর মুম্বাইয়ের মিউনিসিপাল কর্পোরেশনের বৃষ্টির জল সংগ্রহ বিভাগের সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন তিনি।  

৪৯ বছর বয়সী পারালকার মুম্বাইয়ের এমআইজি ক্রিকেট ক্লাবের অধিনায়ক ছিলেন। ক্লাবটির হয়ে তিনি ১৯৯৯ সালে মুম্বাই রঞ্জিতে খেলেছেন। বর্তমানে তিনি প্যারেল স্পোর্টিং দলেরও অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মে ৩১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।