ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই: মোহাম্মদ আমির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, ডিসেম্বর ৯, ২০১৯
বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই: মোহাম্মদ আমির মোহাম্মদ আমির: ছবি-সংগৃহীত

একদিন পরেই মাঠে গড়াবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শিরোপা জয়কে লক্ষ্য রেখে ইতোমধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছে দলগুলো। খুলনা টাইগার্স সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে অনুশীলন করে। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এক মৌসুম পর বিপিএলে যোগ দেওয়া পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। 
 

এবারের বিপিএলের ভালো করার কথা জানান তিনি। আমির বলেন, ‘আমি কেবলই এলাম।

আপনারা যদি আমাদের দল খুলনা টাইগার্সকে দেখেন তবে দেখবেন খুব ভাল দল হয়েছে।  বিশেষ করে স্থানীয় ভালো খেলোয়াড়রা আছে এই দলে। আশা করছি ভাল কিছু করব। বড় তফাত হলো এবার ক্রিকেট বোর্ড সব কিছু করছে। চুক্তি-টুক্তি সব তারা দেখছে। এটা প্লাস পয়েন্ট কারণ আমাদের এতে কোন সমস্যা মোকাবেলা করতে হবে না। ব্যক্তিগতভাবে আমি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চাই। ’

২০১৭ সালে বিপিএলে ঢাকা ডায়নামাইটেসের হয়ে খেলেছিলেন আমির। এবার তাকে দেখা যাবে খুলনা টাইগার্সের জার্সিতে।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।