ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পিএসএলে নেই কোনো বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, ডিসেম্বর ৭, ২০১৯
পিএসএলে নেই কোনো বাংলাদেশি ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরের আসরে থাকছেন না কোনো বাংলাদেশি ক্রিকেটার। অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে ২৩ বাংলাদেশি থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। আগামী বছর ফেব্রুয়ারিতে বসতে যাচ্ছে পিএসএলের পঞ্চম আসর।

ভিন্ন তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার ছিলেন। তবে, আসন্ন আসরের জন্য দল পাননি কেউই।

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনদের সঙ্গে ড্রাফটে ছিলেন আবুল হাসান রাজু, আফিফ হোসাইন, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসাইন, অলোক কাপালি, লিটন দাস, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, ও তাসকিন আহমেদ।

আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুক্তার আলি, মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফ হাসানের নামও ছিল ড্রাফটে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ