ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ফিজের করণীয় বাতলে দিলেন ভারতীয় পেসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, নভেম্বর ১২, ২০১৯
ফিজের করণীয় বাতলে দিলেন ভারতীয় পেসার ফাইল ফটো

৯.৪ ওভারে ৯২ রান, নেই কোনো উইকেট। টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে বল হাতে তিন ম্যাচেই নিস্প্রভ ছিলেন মোস্তাফিজ। টি-টোয়েন্টির পালা শেষ, বাংলাদেশের লিডিং এই বোলারকে এবার নামতে হচ্ছে সাদা পোশাকে। টেস্টের আগে ভারতের সাবেক পেসার ইরফান পাঠান ফিজের করণীয় বাতলে দিয়েছেন। টাইগার এই পেসারকে দিয়ে কিছু পরামর্শ।

দিল্লিতে ২ ওভারে ১৫ রান খরচায় থাকেন উইকেটশূন্য। পরিস্থিতির কারণে তার বোলিং কোটা পূরণ করা যায়নি।

রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩.৪ ওভারে ৩৫ রান খরচ করলেও কোনো উইকেট পাননি। আর নাগপুরে সিরিজের শেষ ম্যাচে ৪ ওভারে ৪২ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।

ভারতের সাবেক বাঁহাতি পেসার ইরফান পাঠান মনে করেন, ফিজের বোলিংয়ের কৌশলেও কিছু পরিবর্তন আনা দরকার। তিনি জানালেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি মোস্তাফিজের বোলিং ঠিক আছে। শুধু তার লেংথে সমস্যা। তাকে ফুলার লেংথে বল করতে হবে। আপনি যদি তার ক্যারিয়ারের দিকে তাকান দেখবেন বেশিরভাগ উইকেট সে ফুলার ডেলিভারিতে পেয়েছে। কারণ এই ডেলিভারিতে তার ভ্যারিয়েশনগুলো খুব কাজে আসে। ’

নিজে বাঁহাতি পেসার হওয়ায় মোস্তাফিজের সমস্যাগুলো হয়তো দেখতে পেয়েছেন ইরফান। তিনি যোগ করেন, ‘আরেকটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ হলো যে ফলো-থ্রুতে মোস্তাফিজ নিজের ভারসাম্য রাখতে পারছে না, সামনে ঝুঁকে যাচ্ছে। তার ডানহাত (নন-বোলিং আর্ম) শরীর থেকে দূরে সরে যাচ্ছে, বিশেষ করে সে যখন ডেলিভারি দেয়। এটা নিয়ে মোস্তাফিজের আরও কাজ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন ডানহাত (নন-বোলিং আর্ম) ব্যাটসম্যানের দিকে ঝুঁকে না যায়। যদি মোস্তাফিজ সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারে তাহলে নিজের বোলিং আরও বেশি নিয়ন্ত্রণে আনতে পারবে। ’

ইদানিং ডেলিভারিতে গতি আনার চেষ্টা করছেন বলে মনে করেন ইরফান। বলে গতি না আনলেও সফল হওয়া যায় জানিয়ে ইরফান জানালেন, ‘সে বাঁহাতি পেসার। ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতিতে বল করতে পারলে সেটা ঠিক আছে। তবে আমি মনে করি না সাফল্য পেতে হলে প্রতিটি পেসারকে ১৪০ বা ১৫০ কিলোমিটার গতিতে বল করতে হবে। আপনারা যদি গ্লেন ম্যাকগ্রাকে দেখেন, সে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০’র বেশি উইকেট পেয়েছে। তার বোলিং কিন্তু ১৪৫ কিলোমিটারের গতিতে ছিল না। ওয়াসিম আকরাম কিন্তু ১৫০ প্লাস গতিতে বল করেননি। কিন্তু তার বোলিংয়ে ভ্যারিয়েশন ঠিক ছিল। এটা কোনো গতির বিষয় না। বিষয়টা হলো নিজের নিয়ন্ত্রণ রেখে সঠিক জায়গায় বল ফেলা। ’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজের ছায়া হয়ে থাকলেও সাদা পোশাকে মোস্তাফিজের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে টিম বাংলাদেশ। অফফর্মে থাকা মোস্তাফিজ জ্বলে উঠলে বা নিজের ছন্দে ফিরতে পারলে সাদা পোশাকে ভালো কিছুরই সম্ভাবনা আছে সফরকারীদের।

** টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বোলিং অ্যানালাইসিস

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ