ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বরিশালের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারলো সিলেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, অক্টোবর ১৩, ২০১৯
বরিশালের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারলো সিলেট বরিশাল বনাম সিলেটের মধ্যকার ম্যাচের দৃশ্য: ছবি-শোয়েব মিথুন

প্রথমদিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে আরেকটি তুফানের সামনে পড়তে হয় সিলেট বিভাগকে। বরিশাল বিভাগের বিপক্ষে স্কোরবোর্ডে মাত্র ৮৬ রান তুলতেই প্রথম ইনিংস গুটিয়ে যায় তাদের। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের বৃত্ত ভাঙতে পারেনি অলক কাপালির দল। শেষ পর্যন্ত ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ইনিংস ও ১৩ রানে হেরেছে সিলেট।

রোববার (১৩ অক্টেবর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চারদিনের টেস্টের শেষদিনে মনির হোসেন ও তানভীর ইসলামের তোপে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩২ রানে গুটিয়ে গেছে সিলেট। আর তাতেই দিনের অর্ধেক সময় বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল।

ফজলে মাহমুদের দল ৮ উইকেটে ২৩১ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল।  

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৭ রান দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল সিলেট। চতুর্থ ও শেষ দিনে ব্যাটিংয়ে নেমে পুনরায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। দলীয় ৫০ রানের মাথায় দিনের প্রথম উইকেট এনামুল এক জুনিয়রকে (১১) হারায় সিলেট। জাকির হোসেন (১১) ফিরেন নুরুজ্জামানের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে। এর পরপরই তানভীরের বলে আউট হোন ওপেনার ইমতিয়াজ হোসেন (৩৫)।  

দলের দুঃসময়ে দাঁড়াতে পারেননি অধিনায়ক কাপালিও। ব্যক্তিগত ১৬ রানের মাথায় মনিরের বলে তানভীরকে ক্যাচ তুলে দেন তিনি। মাটি কামড়ে পড়েছিলেন জাকের আলী। শেষ পযর্ন্ত এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কল্যাণে তিন অঙ্কের দেখা পায় সিলেট। শেষ পযর্ন্ত ১১৪ বল খেলে ৪৫ রানে অপরাজিত ছিলেন তিনি।  

জাকের ফিফটি বঞ্চিত হয়েছেন পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায়। সিলেটের শেষ চার ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন ‘ডাক’ নিয়ে। তার মধ্যে শাহানুর রহমান ও রেজাউর রহমানকে তুলে নেন তানভীর। মনির ফেরান ইমরান আলী ও রুয়েল মিয়াকে।  

বরিশালের হয়ে ৪ উইকেট নিয়েছেন তানভীর। ৩ উইকেটে শিকার করেছেন মনির। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সিলেটের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া কামরুল ইসলাম বাপ্পি।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।