ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে টাইগার অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ভারত সফরে টাইগার অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা ...

ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  ১৫  সদস্যদের এই দলের অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। দলে আছেন ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়া শেখ মেহেদী হাসান।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১, ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর।

সবগুলো খেলা হবে লখনৌ একানা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: সাইফ হাসান (অধিনায়ক), ফারদীন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, আল আমিন, জাকির হাসান, জাকের আলী, আরিফুল হক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক, সাব্বির হোসেন ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৭, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।