ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আফগানদের বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াডে আবু হায়দার রনি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আফগানদের বিপক্ষে ম্যাচের আগে স্কোয়াডে আবু হায়দার রনি আবু হায়দার রনি: ছবি-সংগৃহীত

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদেস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ পরেই স্কোয়াডে পরিবর্তন এনেছে বিসিবি। রবিবার (১৫ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য দলে যুক্ত করা হয়েছে বাঁ-হাতি পেসার আবু হায়দার রনিকে। 

২০১৮ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন রনি। ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন তিনি।

দলের পেস শক্তি বাড়ানোর জন্যই রনিকে দলভূক্ত করা হয়েছে।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য গত ১১ সেপ্টেম্বর ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি।

বাংলাদেম সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।