ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে কাঁপিয়ে দিলেন অখ্যাত ‘বার্ল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, সেপ্টেম্বর ১৪, ২০১৯
সাকিবকে কাঁপিয়ে দিলেন অখ্যাত ‘বার্ল’ ছবি: শোয়েব মিথুন

ছক্কা, চার, চার, ছক্কা, চার, ছক্কা। এক ওভারে ৩০ রান! সাকিব আল হাসানের এক ওভারে এক মারকুটে ব্যাটিং শেষ কবে দেখেছেন? বিশ্বসেরা অলরাউন্ডারকে রীতিমত তুলোধুনা করলেন জিম্বাবুয়ের এক ‘অখ্যাত’ ব্যাটসম্যান রায়ান বার্ল। সাকিবের এক ওভারে বাউন্ডারি হাঁকালেন ৩টি আর ছক্কা ৩টি। এই বাঁহাতির অবিশ্বাস্য ব্যাটিংয়ে হতবাক খোদ সাকিবও। বাংলাদেশ অধিনায়কের চেহারায় তা স্পষ্ট ধরাও পড়েছে।

৪ ওভারে উইকেটশুন্য, রান খরচ ৪৯, ইকোনমি রেট ১২.২৫। সাকিবের সঙ্গে টি-টোয়েন্টিতে এমন বোলিং ফিগার অনেকটাই বেমানান।

প্রথম ৩ ওভারে মাত্র ১৯ রান, সেখানে বার্ল ঝড় শেষে হয়ে গেল ৪৯। আর শেষ পর্যন্ত জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান করলেন অপরাজিত ৫৬ রান। সঙ্গী মুতোম্বজিকে নিয়ে জিম্বাবুয়ের ৭ম উইকেট জুটিতে রেকর্ড ৮১ রানও তুললেন। আর জিম্বাবুয়ে ৫ উইকেট হারিয়ে ১৮ ওভার শেষে থামল ১৪৪ রানে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।