ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

উসমান খাজার ভাই গ্রেফতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ডিসেম্বর ৪, ২০১৮
উসমান খাজার ভাই গ্রেফতার উসমান খাজার ভাই গ্রেফতার-ছবি: সংগৃহীত

জালিয়াতি ও আইন বিকৃতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খাজার ভাই আরসালান খাজাকে। তার প্রতি অভিযোগ তিনি নাকি তার সাবেক সহকর্মীকে ফাঁসিয়ে জেল খাটিয়েছেন।

সিডনির পশ্চিমে প্যারামাট্টায় ড্রাইভিংয়ের সময়ে মঙ্গলবার (০৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে আরসালানকে গ্রেফতার করা হয়।

পরে তাকে প্যারামাট্টায় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং মামলা করা হয়।

স্থানীয় কোর্টে জামিন চাইলেও নামঞ্জুর করে দেওয়া হয়।

এ ব্যাপারে ইতোমধ্য মুখ খুলেছেন উসমান খাজা। তিনি বলেন, ‘আমি খুব বেশি কিছু বলতে চাই না। এ ব্যাপারটি সম্পূর্ণ পুলিশের হাতে। এই প্রক্রিয়াকে সম্মান জানাতেই আমার কোনো ধরনের মন্তব্য করাটা ঠিক হবে না। আমি শুধু বলবো যে, এই সময়ে আমার ও আমার পরিবারকে সম্মান করুন।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।