ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচের অধিনায়ক মাশরাফি, ফিরছেন তামিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, ডিসেম্বর ১, ২০১৮
প্রস্তুতি ম্যাচের অধিনায়ক মাশরাফি, ফিরছেন তামিম প্রস্তুতি ম্যাচের অধিনায়ক মাশরাফি-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন টাইগার ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। খেলবেন ইনজুরি কাটিয়ে ওঠা তামিম ইকবালও।

সেই ম্যাচটিকে সামনে রেখেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিকেএসপি’র ৩ নাম্বার মাঠে ম্যাচটি শুরু হবে ৬ ডিসেম্বর।

৯ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১১ ও ১৪ তারিখ দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

বিসিবি একাদশে যারা আছেন, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলী, রুবেল হোসেন, মৃত্যঞ্জয়, শাহিন আলম, মেহেদি হাসান রানা ও নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৮
এইচএল/এমএসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।