ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

রিয়াদের তৃতীয় সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, ডিসেম্বর ১, ২০১৮
রিয়াদের তৃতীয় সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর তার তিন অঙ্কের ম্যাজিক ফিগারে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। ২০৩ বলে ৬টি চারের সাহায্যে ১০৩ করেন রিয়াদ।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন ১৪০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৪৫৭ রান করেছে টাইগাররা। ২১ রানে রিয়াদকে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।