ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

ভারতের বর্ষসেরা ক্রিকেটার হলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৮, জুন ৮, ২০১৮
ভারতের বর্ষসেরা ক্রিকেটার হলেন কোহলি বিরাট কোহলি- ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। পরপর দ্বিতীয় ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো এই পুরস্কার অর্জন করলেন ভারতীয় অধিনায়ক।

গত দুই বছরে ধারবাহিক সাফল্যের পুরস্কারস্বরূপ ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ পুরস্কার বিজয়ী হিসেবে বিরাট কোহলির নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  

এবারই প্রথম বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারও ঘোষণা করেছে বিসিসিআই।

প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছেন ভারতীয় নারী ক্রিকেটার হরমনপ্রীত কউর (২০১৬-১৭ মৌসুম) ও স্মৃতি মন্ধনার (২০১৭-১৮ মৌসুম)।  

১২ জুন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পলি উমরিগড় ট্রফি তুলে দেবে বোর্ড।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।