ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ফোবর্সের তালিকায় সেরা ধনী ক্রিকেটার কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, জুন ৬, ২০১৮
ফোবর্সের তালিকায় সেরা ধনী ক্রিকেটার কোহলি ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো ফোবর্সের তালিকার ১০০ সেরা ধনী খেলোয়াড়ে নিজের নাম লেখালেন বিরাট কোহলি। এছাড়া একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছেন ভারতীয় অধিনায়ক।

মোট ২৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকার ৮৩তম হয়েছেন কোহলি। যেখানে খেলা থেকে বেতন বাবদ মাত্র ৪ মিলিয়ন আয় করলেও, বিজ্ঞাপন ও আনুসাঙ্গিক থেকে কামিয়েছে ২০ মিলিয়ন!

গত বছর ২২ মিলিয়ন আয় করে তালিকার ৮৯তম হয়েছিলেন কোহলি।

ফোবর্সের এই তালিকায় ২৮৫ মিলিয়ন আয় করে শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের বক্সার ফ্লোয়েড মেওয়েদার। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে লিওনেল মেসি (১১১ মি) ও ক্রিস্টিয়ানো রোনালদো (১০৮ মি)।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ০৬ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।