ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিংয়ে সাকিবের হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, মে ২৭, ২০১৮
ব্যাটিংয়ে সাকিবের হায়দ্রাবাদ ব্যাটিংয়ে হায়দ্রাবাদ- ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ধোনির চেন্নাই।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে রোববার (২৭ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

হায়দ্রাবাদ একাদশে দু’টি পরিবর্তন আনা হয়েছে।

ঋদ্ধিমান সাহার ইনজুরিতে দলে জায়গা পেয়েছেন শ্রীভৎস গোস্বামী। আর খলিল আহমেদের পরিবর্তে একাদশে এসেছেন সন্দ্বীপ শর্মা।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংস একাদশেও এসেছে একটি পরিবর্তন। হরভজন সিংয়ের পরিবর্তে একাদশে ঢুকেছেন করন শর্মা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হায়দ্রাবাদের স্কোর ৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রান। রান আউট হয়ে সাজঘরে ফিরে গেছেনে সঞ্জয় গোস্বামী। ব্যাটিংয়ে রয়েছেন শেখর ধাওয়ান ও দলপতি উইলিয়ামসন।

সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: শ্রীভৎস গোস্বামী (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, দীপক হুদা, কার্লোস ব্র্যাথওয়েট, রশীদ খান, সিদ্ধার্থ কাউল, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা।

চেন্নাই সুপার কিংস একাদশ: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, করন শর্মা, শারদুল ঠাকুর, লুঙ্গি এনগিদি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এমকেএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।