ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সোমবার সকালে দেশে ফিরছে টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, মার্চ ১৮, ২০১৮
সোমবার সকালে দেশে ফিরছে টাইগাররা ছবি: সংগৃহীত

অনেক অর্জনের নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজ শেষ করে সোমবার (১৯ মার্চ) সকালে দেশের মাটিতে পা রাখবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল ৮টায় শ্রীলঙ্কান ‍‌এয়ারলাইন্স যোগে কলম্বো থেকে রওনা হয়ে সাড়ে তিন ঘণ্টা ভ্রমণ শেষে সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিবদের অবতরণের কথা রয়েছে।

সমর্থকদের প্রত্যাশা ভারতকে হারিয়ে শিরোপা জিতে বীরের বেশেই দেশে ফিরবে টিম বাংলাদেশ। রোববার (১৮ মার্চ) রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ শেষে শেষ হাসি কারা হাসবে সেটিই এখন দেখার অপেক্ষা।

শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের অংশগ্রহণে তিন জাতির এই টুর্নামেন্টে অংশ নিতে গেল ৪ মার্চ দেশ ছেড়েছিল কোচ কোর্টনি ওয়ালশ ও তার শিষ্যরা।

৮ মার্চ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের বিষ্ফোরক ব্যাটিংয়ে (৩৫ বলে ৭২ রান) প্রথমবারের মতো টি টোয়েন্টিতে ২শ’ রান টপকে (২১৫ টার্গেট) রেকর্ডময় জয় ঘরে তোলে লাল-সবুজের দল।

১৪ মার্চ তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আবার হোঁচট খেলেও ১৬ মার্চ অঘোষিত সেমিফাইনালে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে স্বাগতিক লঙ্কানদের দেয়া ১৬০ রানের লক্ষ্য টপকে দলকে টুর্নামেন্টের ফাইনালে ওঠে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ১৮ মার্চ ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।