ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ফের আলোচনায় গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৭, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ফের আলোচনায় গেইল ছবি:সংগৃহীত

খবরের শিরোনাম হতে বরাবরই পছন্দ করেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। আর এতে বিতর্ক জড়িয়ে থাকলেও তার মাথা ব্যথা নেই। সত্যি বলতে ব্যাট হাতে বাইশ গজে তিনি যতটা ভয়ঙ্কর, বাইরে তিনি ততটাই বিতর্কিত ও খোলামেলা এক মানুষ।

এবার ফের একবার বিতর্কে ওয়েস্ট ইন্ডজের তারকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন গেইল।

যেখানে তার পরনে মুসলিম পোশাক। আর এ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। কেউ কেউ বাঁহাতি এই ব্যাটসম্যানের এ ধরনের কাজের সমালোচনা করে বলেছেন, এ ধরনের কাজ গেইলের শোভা পায় না।  

কেউ আবার লিখেছেন, খ্রীষ্টান হয়ে মুসলিম পোশাক পরা গেইলের উচিত হয়নি। কেউ বলেছেন,  এভাবে মুসলিম ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার।  

তবে বেশিরভাগ মানুষই গেইলকে সমর্থন করেছেন। আর যাই হোক না কেন গেইল আছেন তার মতোই। আর তাই এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।