ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শতভাগ সন্তুষ্ট শ্রীলঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, ফেব্রুয়ারি ৩, ২০১৮
শতভাগ সন্তুষ্ট শ্রীলঙ্কা দিনটা ছিল শ্রীলঙ্কার, হতাশ বাংলাদেশ/ছবি: সোহেল সরওয়ার

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: চতুর্থদিন শেষে ম্যাচটা পুরোপুরি হেলে আছে শ্রীলঙ্কার দিকেই।  এ ম্যাচটা বড়জোর বাঁচাতে পারে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লঙ্কানরা।

দিনশেষে সংবাদ সম্মেলনে আসা দলের উইকেটকিপার ব্যাটসম্যান ডিকওয়েলা সরাসরিই বলে দিলেন, ‘আমরা ১০০ শতাংশ সন্তুষ্ট। ’
 
ম্যাচ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, আমাদের খুব ভালো সুযোগ আছে।

তবে আমরা এখনি কিছু বলতে চাই না। ভালো ক্রিকেট খেলতে চাই।  পঞ্চমদিনটাও ভালোভাবে শুরু করতে চাই। তবে এটা ঠিক আমরা বেটার পজিশনেই আছি।
 
গত তিনদিন শ্রীলঙ্কার জন্য ভালো সময় গেছে মন্তব্য করে ডিকওয়েলা বলেন, সবকিছু আমাদের টিমের পক্ষে গিয়েছে।  আমরা ২০০ রানের লিড নিতে পেরেছি। আমরা এই ক’দিনে ক্রিকেটটা খুব এনজয় করেছি।
 
ডিকওয়েলা বলেন মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি হাঁকানো রোশেন সিলভা নিয়েও।
 
তিনি বলেন, ‘ও খুবই অভিজ্ঞ ক্রিকেটার। তার ভালো ফার্স্টক্লাস রেকর্ড আছে। সে সবখানে রান করে এসেছে। অনেকদিন জাতীয় দলকে সেবা দিতে পারবে বলে আমি আশাবাদী। ’
 
রান বন্যার দিনে ডিকওয়েলারও সুযোগ ছিল সেঞ্চুরি করার। কিন্তু ৬২ রানে থেমেছেন তিনি।
 
সেটি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘তা ঠিক দলের জন্য কিছু রান করতে পেরেছি। তবে আমার আরও একটা সেঞ্চুরি মিস হয়ে গেছে। ভবিষ্যতে লক্ষ্য থাকবে সেঞ্চুরি করে আসার। ’
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
টিএইচ/টিসি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।