ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

হাতে চোট পেয়ে মাঠের বাইরে সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৩, জানুয়ারি ২৭, ২০১৮
হাতে চোট পেয়ে মাঠের বাইরে সাকিব ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ত্রিদেশীয় সিরিজেরে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কণিষ্ঠ আঙ্গুলের নিচে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নামতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে জোরালো সংশয়। বিসিবি’র চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।

৪১তম ওভারে মোস্তাফিজের করা একেবারে প্রথম বলে লঙ্কান দলপতি দিনেশ চান্দিমাল সিঙ্গেল নেওয়ার সময় তা ঠেকাতে সাকিব এক্সট্রা কাভার থেকে ছুটে এসে বলটি স্ট্যাম্পে থ্রো করার সময় তিনি পড়ে যান। ওই সময় নিজের পুরো শরীরের ভার হাত দিয়ে প্রতিহত করতে গিয়ে আঙ্গুলে চোট পান।

ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পড়ে যাওয়ার পর কিছুক্ষণ স্ট্যাম্পের অদূরে তাকে শুয়ে থাকতে দেখা য্য়। এরপর চলে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেলে। তার চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮        
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।