ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অবিক্রিত’ শামসুর রংপুর রাইডার্সে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
‘অবিক্রিত’ শামসুর রংপুর রাইডার্সে ছবি: সংগৃহীত

প্লেয়ার্স ড্রাফটে ‘অবিক্রিত’ শামসুর রহমানকে দলে টেনেছে রংপুর রাইডার্স। বিপিএলের পঞ্চম আসরে তারকা এই ব্যাটসম্যানকে দেখা যাবে ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, মাশরাফি বিন মর্তুজাদের দলে। এর আগেও রংপুর রাইডার্সে খেলেছিলেন শামসুর রহমান।

গত বিপিএলের আসরে শামসুর রহমান খেলেছেন বরিশাল বুলসের জার্সিতে। তবে, এবার দলটি না থাকায় তেমন কেউ আগ্রহ দেখায়নি এই ডানহাতি ব্যাটসম্যানের দিকে।

গত মৌসুমে তার ব্যাট কথাও বলেনি। তবে, দেশের ঘরোয়া লিগের প্রমাণিত পারফরমারকে বসিয়ে রাখতে চায়নি রংপুর রাইডার্স। কিছুটা পরে হলেও তার দিকে হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপের অধীনে থাকা দলটি।

নিজেকে আরেকবার প্রমাণ করার সুযোগ পাচ্ছেন শামসুর। বিপিএলের ২০টি ম্যাচ খেলে তিনি ২৮.২৯ গড়ে করেছেন ৫০৯ রান। স্ট্রাইকরেট খুব একটা বলার মতো না, ১১৭.২৮।

রংপুর তাকে সই করানোর পর শামসুর জানান, ‘আলহামদুলিল্লাহ। আরেকবার নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছি। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। রংপুর রাইডার্সকে সুখী একটি দল করতে চেষ্টা করবো। ’

২০১৭ বিপিএলে রংপুর রাইডার্সে গেইলের মতো বিদেশি তারকা হিসেবে আছেন শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা। আরও আছেন টি-টোয়েন্টির স্পেশালিস্ট ইংল্যান্ডের রবি বোপারা, ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি আর লঙ্কান থিসারা পেরেরা।

রংপুর রাইডার্স স্কোয়াড:
দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, নাজমুল ইসলাম আপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বী, আব্দুর রাজ্জাক, ইবদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও শামসুর রহমান।

বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেল, অ্যাডাম লিথ, সামিউল্লাহ শেনওয়ারী, স্যাম হাইন, জহির খান, লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।