ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ক্রিকেট

অনুশীলনে চোট পেলেন রিয়াদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৬, জুলাই ২৩, ২০১৭
অনুশীলনে চোট পেলেন রিয়াদ অনুশীলনে চোট পেলেন রিয়াদ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জিমে অনুশীলন করতে গিয়ে কোমরে চোট পেলেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তার পেশিতে টান ধরেছে বলে জানা যায়। এর আগে চোট সারিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন রুবেল হোসেন। তবে রিয়াদের চোটে এবার দুঃসংবাদ নিয়ে এলো।

রিয়াদের চোট প্রসঙ্গে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। সেই পরীক্ষাগুলোর প্রতিবেদন হাতে এলে চোটের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তখন বোঝা যাবে, কত দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

আসছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরকে কেন্দ্র করে পুরোদমে অনুশীলন চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ২৩ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।