ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

নিউজিল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না আকরাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, মে ১১, ২০১৭
নিউজিল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না আকরাম

ঢাকা: ডাবলিনে ১২-২৪ মে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের যে দলটি খেলবে সেই দলে গুরুত্বপূর্ণ বা পরিচিত মুখ বলে তেমন কেউই নেই। আইপিএল খেলতে ভারতে অবস্থান করায় ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিশ্রামে থাকায় মার্টিন গাপটিল, উইলিয়ামস কিংবা জিমি নিশামরা কেউই খেলছেন না।

ফলে অনেকেই হয়তো ভাবছেন কিউইদের বিপক্ষে টাইগারদের জয় তুলনামূলক সহজই হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান তেমনটি ভাবছেন না।


 
‘নিউজিল্যান্ড এমন একটা দল যে ওদের একই রকমের ওনেকগুলো ক্রিকেটার রয়েছে। ওদের হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই। ’
 
বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে গণমাধ্যমকে তিনি একথা বলেন।
 
এসময় ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে প্রস্তুতি ম্যাচে টাইগারদের পারফরমেন্সের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খুবই ভাল খেলেছে। এটা নিঃসন্দেহে ভাল দিক যে টুর্নামেন্টের আগে সবাই ফর্মে আছে। এটা ধরে রাখতে দলের ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে জন্য ইতিবাচক ফলাফল আসবে। ’
 
১১ দিনের প্রস্তুতি ক্যাস্পের লক্ষ্য নিয়ে ইংল্যান্ডে গিয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ডিউক অব নরফোকের বিপক্ষে মুশফিকের ৯৮ বলে ১৩৪ রানের ঝড়ে ইনিংসে ৩৪৫ রানের পর্বতসম সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। যদিও বৃষ্টি বাধায় ম্যাচটি পণ্ড হয়ে গিয়েছিল।
 
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও টাইগাররা দ্রুত্যি ছড়িয়েছেন। স্বাগতিক সাসেক্স একাদশের বিপক্ষে আগে ব্যাট করে ৩১৪ রানের বড় সংগ্রহ গড়ে ১৩৪ রানের বড় হারের গ্লানি দিয়েছিল।
 
আর তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসকে ১৯৯ রানে উড়িয়ে দিয়ে শেষটা দুর্দান্ত করেছে।
 
এমন উড়ন্ত ফর্ম নিয়েই চার ম্যাচ ত্রিদেশীয় সিরিজের প্রথমটিতে স্বাগতিক আয়ারল্যান্ড’র বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের মালাহাইড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার (১২ মে) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪’টায়।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মে ১১, ২০১৭
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ