ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানের মাটিতে খেলতে রাজি ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৬, জানুয়ারি ৩, ২০১৭
পাকিস্তানের মাটিতে খেলতে রাজি ক্যারিবীয়রা পুরোনো ম্যাচের মুহূর্ত-ছবি:সংগৃহীত

চলতি বছরের মার্চে পাকিস্তানের মাটিতে দুটি টি-টোয়েন্ট খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে এই ক্ষেত্রে নিরাপত্তার ছাড়পত্র ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করতে হবে। এর আগে পাকিস্তান নিরাপত্তা দেবে এমন আশ্বাসে ক্যারিবীয়দের প্রস্তাব দেয়।

এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়, ‘আমরা পাকিস্তানের থেকে তাদের মাটিতে দুটি টি-২০ ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছি। তবে আমাদের নিরাপত্তা ছাড়পত্র ও ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে হবে।

আমাদের বোর্ড পিসিবি থেকে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে নিজস্ব নিরাপত্তা প্রধানের কাছে পাঠিয়েছে। ’

সম্প্রতি আইসিসি’র এক বৈঠকে পিসিবি তাদের মাটিতে ম্যাচ আয়োজনের ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে সন্তুষ্ট করতে সমর্থ হয়। আগামী ১৮ ও ১৯ মার্চ ম্যাচগুলোর সম্ভাব্য ভেন্যু লাহোর। পরে দু’দল ফ্লোরিডায় আরও দুটি ম্যাচ খেলবে।

২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে কোনো টেস্ট খেলুড়ে মেজর দল সফর করেনি। ২০১৪ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল। তবে, সেটি পাকিস্তানে অন্য দলগুলোর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো অবস্থা তৈরি করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ০১ জানুয়ারি ২০১৭
এমআরপি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।