ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অর্ধশতক বঞ্চিত সাব্বিরও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, অক্টোবর ১২, ২০১৬
অর্ধশতক বঞ্চিত সাব্বিরও ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ইমরুল কায়েস ও তামিম ইকবালের পর অর্ধশতক বঞ্চিত হলেন সাব্বির রহমান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অর্ধশতক থেকে ১ রান দূরে থেকে ব্যক্তিগত ৪৯ রানে আউট হন এ ডানহাতি ব্যাটসম্যান।

এর আগে ইমরুল যখন প্যাভিলিয়নে ফেরেন তখন তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪৬ রান। এরপর ব্যক্তিগত ৪৫ রানে আউট হন তামিম ইকবাল। অথচ আরেকটু উইকেটে থাকতে পারলেই বাংলাদেশের ইনিংসে তিনটি অর্ধশতক দেখা যেত।

সেটি হলে দলের জন্য তো ভালো হতোই, সেই সঙ্গে এ তিন ব্যাটসম্যানের নামের পাশেও যোগ হতো ব্যক্তিগত অর্ধশতকের কীর্তি।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ১২ অক্টোবর
এইচএল/এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।