ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মাঠে বাংলাদেশ-ইংল্যান্ড দল, টস হতে বিলম্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, অক্টোবর ১২, ২০১৬
মাঠে বাংলাদেশ-ইংল্যান্ড দল, টস হতে বিলম্ব ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর জহুর আহমেদ স্টেডিয়ামে আবারও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। ফলে উইকেট ও আউটফিল্ড আবার ঢেকে ফেলা হয়েছে কাভারে।

দুপুর দুইটায় টস হওয়ার কথা থাকলেও এখনও তা অনুষ্ঠিত হয়নি।

এর মধ্যেই দুপুর সোয়া একটায় স্টেডিয়ামে আসে টাইগাররা। বৃষ্টি বন্ধ থাকায় মাঠে নেমে পড়ে বাংলাদেশ দল। এর ১৫ মিনিট পর টিম হোটেল থেকে মাঠে প্রবেশ করেছে ইংল্যান্ড দলও।

প্রথমে টাইগারদের কোচিং স্টাফরা উইকেটের অবস্থা বোঝার চেষ্টা করেছেন। অন্যদিকে মাঠের এক পাশে ফুটবল নিয়ে সময় কাটান ক্রিকেটাররা।

এর আগে দুপুর ১২ টা ৫০ মিনিট থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে মাঠকর্মীরা উইকেট ও আউটফিল্ড ঢেকে দেয়। তবে এখন বৃষ্টি কমলেও কাভার সরানো হয়নি।

বৃষ্টির আশঙ্কা থাকায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে রিজার্ভ ডে রাখার জন্য মঙ্গলবার বিশেষভাবে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু ইসিবি এই প্রস্তাবে রাজি না হওয়ায় খেলা হোক আর না হোক আজই শেষ হবে ওয়ানডে সিরিজ।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬ আপডেট: ১৪০০ ঘণ্টা
টিএইচ/এমআরপি/টিসি

**
আবার বৃষ্টি, মাঠ ঢাকা কাভারে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।