ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সৈয়দপুরের সাদ্দাম খুলনা টাইটানসে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, অক্টোবর ২, ২০১৬
সৈয়দপুরের সাদ্দাম খুলনা টাইটানসে ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরের সন্তান নুর আলম সাদ্দাম এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে ‘খুলনা টাইটানস’-এ ডাক পেয়েছেন।

২০১৪ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে খেলা এ বোলার বর্তমানে জাতীয় লিগে রংপুর বিভাগের হয়ে খেলছেন।

বিপিএলে সুযোগ পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি সাদ্দাম বলেন, বিপিএলের ম্যাচগুলোতে সুযোগ পেলে দলের হয়ে ভালো করতে চান।

এদিকে, সৈয়দপুরের সন্তান হিসেবে প্রথমবার বিপিএলে সুযোগ পাওয়া ডানহাতি এ ফাস্ট বোলার পুরো উপজেলাজুড়ে সবার নয়নের মনি হয়ে উঠেছেন। সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায় তার বাড়িতে চলছে আনন্দ উৎসব।

রংপুর বিভাগীয় দলে জায়গা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ ও ফাস্ট ডিভিশনে খেলেছেন সাদ্দাম। শহরের আল-ফারুক একাডেমিতে পড়াশোনা করা সাদ্দাম বর্তমানে বিকেএসপিতে এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।

সাদ্দামের বাবা আব্দুস সামাদ বাংলানিউজকে বলেন,  আমার ছেলে যে বিপিএলে খেলছে এটি গর্বের বিষয়। তিনি ছেলের জন্য সবার দোয়া কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।