ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে পড়ার শঙ্কায় স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, জুলাই ২৬, ২০১৬
ইনজুরিতে ছিটকে পড়ার শঙ্কায় স্টোকস বেন স্টোকস-ছবি:সংগৃহীত

ঢাকা: গোড়ালির ইনজুরির কারণে ওল্ড ট্রাফোর্ড টেস্টে খেলা চলাকালীন মাঠের বাইরে চলে যেতে হয়েছিল বেন স্টোকসকে। পরে আর নামা হয়নি ইংল্যান্ডের এ অলরাউন্ডারের।

আর ইনজুরি গুরুতর হলে চলতি গ্রীস্মে মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে তার।

ইংলিশদের দ্বিতীয় ইনিংসে নিজের ষষ্ঠ ওভারে বল করার সময় ছোট পান স্টোকস। পরে তিনি খুড়িয়ে মাঠ থেকে বের হন। ইসিবির এক বিবৃতিতে জানানো হয়, ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন স্টোকস।

মঙ্গলবার (২৬ জুলাই) স্টোকসকে এমআরআই করানোর জন্য পাঠানো হবে। আর যদি তার ইনজুরি গুরুতর হয় তবে অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

৩ আগস্ট এজবাস্টনে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ১১ আগস্ট থেকে দ্য ওভালে শুরু হবে চতুর্থ ম্যাচ। ফলে ইনজুরি গুরুতর হলে চলতি সিরিজে আর খেলা হবে না তার।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ