ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ক্রিকেট

শুরুতেই উইকেট খোয়ালো কিউইরা

স্পোটর্স ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, মার্চ ১৫, ২০১৬
শুরুতেই উইকেট খোয়ালো কিউইরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাট করতে নেমে কিউই ওপেনার গাপটিল ছয় দিয়ে ম্যাচ শুরু করে কিছুটা উত্তেজনা ছড়িয়ে দেন।

কিন্তু পরের বলে আম্পায়ারে ভুল সিদ্ধান্তে মাঠ ছাড়তে হয় তাকে।

অশ্বিনের প্রথম ওভারে এক উইকেট হারিয়ে ১৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পরের ওভারে বল হাতে আশিষ নেহেরার সুইংয়ের ফাঁদে পড়ে পান্ডের  হাতে ক্যাচ দিতে বাধ্য হন ওয়ান ডাউনে খেলতে নামা মুনরো।

৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২ রান নিয়েছে কিউইরা।    
 
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।