ঢাকা: ব্যাট-বল দুটোতেই বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টানছেন আসহার জাইদি। সোমবার (৩০ নভেম্বর) সিলেট সুপারস্টারসের বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলার পর আজ (বুধবার) ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলেছেন ২৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস।

করাচিতে জন্ম নেওয়া ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার পাকিস্তান দলে খেলার সুযোগ না পেলেও ইংল্যান্ডের কাউন্টি দলে খেলছেন ২০১৩ সাল থেকে। ইংল্যান্ডে নাগরিকত্ব পাওয়া এই ক্রিকেটার মন্টি পানেসারের বিকল্প হিসেবে জায়গা পান সাসেক্সে। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কাউন্টি ক্লাবটিতে।
সাসেক্সের এই ক্রিকেটার এবার বিপিএল মাতাচ্ছেন কুমিল্লার হয়ে। স্পিনজাদুতে বল হাতে চার ম্যাচে তুলেছেন ৬ উইকেট।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দুই পাকিস্তানি তারকা ক্রিকেটার (শোয়েব মালিক, আহমেদ শেহজাদ) থাকলেও সব আলো কেড়ে নিচ্ছেন আসহার জাইদি।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ০২ ডিসেম্বর, ২০১৫
এসকে/এমএমএস