ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

দ. আফ্রিকার বর্ষসেরা রাবাদা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, নভেম্বর ২৪, ২০১৫
দ. আফ্রিকার বর্ষসেরা রাবাদা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ বিপক্ষে অভিষেক ওয়ানডেতে হ্যাটট্রিক উইকেট শিকারি কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গত জুলাইয়ে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে হ্যাটট্রিকসহ ছয়টি উইকেট লাভ করেন ২০ বছর বয়সী এ পেসার।



দ. অাফ্রিকার ব্লয়েমফন্টেইনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দশম বার্ষিক এসএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা ওঠে। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় ধরে বর্ষসেরা পুরস্কার প্রদান করা হয়।

সন্দেহাতীতভাবে এবি ডি ভিলিয়ার্স বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জেতেন। নারী খেলোয়াড় ক্যাটাগরিতে সেরার আসনে বসেন মিডিয়াম পেসার শাবনিম ইসমাইল। বর্ষসেরা কোচের খেতাবে ভূষিত হন জিওফ্রে টয়ানা। সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার রুশদী ম্যাগিয়েটকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

রাবাদাকে প্রসংশায় ভাসান ডেল স্টেইন, ‘২০ বছর বয়সী রাবাদা অনেক প্রতিভাবান। এ বয়সে আমি তার চেয়ে পিছিয়ে ছিলাম। ’ অন্যদিকে ক্রিকেট দ. আফ্রিকার (সিএসএ) চেয়ারম্যান হারুন লরগাত বলেন, ‘কাগিসো রাবাদা একজন অসাধারণ প্রতিভা। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। ’

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রাবাদা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে উজ্জ্বল অভিষেকের পর প্রোটিয়াদের টেস্ট দলেও ডাক পান এ ডানহাতি পেসার। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে খেলছেন রাবাদা। এখন পর্যন্ত তিন ফরমেটে তার উইকেট সংগ্রহ যথাক্রমে ১ (দুই ম্যাচে), ২১ (দশ) ও ৯ (আট)।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।