ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

১০ ওভারে রংপুরের সংগ্রহ ৫৭/৩

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, নভেম্বর ২৩, ২০১৫
১০ ওভারে রংপুরের সংগ্রহ ৫৭/৩ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ক্রিজে আছেন আগের ম্যাচের জয়ের নায়ক মিসবাহ এবং মোহাম্মদ মিথুন। সৌম্য-সাকিব-সিমন্স ফিরেছেন সাজঘরে।



এ রিপোর্ট লেখা অবধি ১০ ওভারে রংপুরের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৫৭ রান।

বরিশাল বুলসের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন রংপুর রাইডার্সের দুই ওপেনার সৌম্য সরকার ও লিন্ডল সিমন্স। বল হাতে আক্রমন শুরু করেন মোহাম্মদ সামি। ইনিংসের তৃতীয় ওভারে উইকেটের পেছনে থাকা ব্রেন্ডন টেইলরের গ্লাভসবন্দি হয়ে ফেরেন জ্বলে উঠার আভাস দেওয়া সৌম্য সরকার। সামির বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে চারটি বাউন্ডারি আসে। ৭ বলে ১৭ রান করেন তিনি।

সৌম্য সরকারের উইকেট হারিয়ে এগুতে থাকা রংপুরের ইনিংস মেরামতের দায়িত্ব নেন সাকিব। তবে, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হন ব্যক্তিগত ৬ রান করা এ অলরাউন্ডার। ষষ্ঠ ওভারে কেভিন কুপারের বলে প্রসন্নের হাতে ধরা পড়েন তিনি।

নবম ওভারে ফিরে যান ওপেনার লিন্ডল সিমন্স। সেকুজে প্রসন্নের বল তুলে মারতে গিয়ে লংঅনে সামির হাতে ধরা পড়েন এ ক্যারিবীয় ব্যাটসম্যান। আউট হওয়ার আগে তিনি ২১ বল খেলে তিনটি চারের সাহায্যে ১৯ রান করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামলে লড়াই করার পুঁজি গড়ে বরিশাল বুলস। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে তারা।

মাত্র ১৫ রানে চার উইকেট হারালেও মাহমুদউল্লাহর অর্ধশতকে (৫১) ঘুরে দাঁড়ায় বরিশাল। নাদিফ চৌধুরীর ব্যাট থেকে আসে ৩০ রান। শেষ দিকে কেভিন কুপার ১৩ বলে ২১ ও মোহাম্মদ সামি ৫ বলে ১৫ রান যোগ করে লড়াই করার পুঁজি দেয় বরিশালকে।

রংপুরের হয়ে সাকিব আল হাসান ও থিসারা পেরেরা তিনটি করে উইকেট নেন।

বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলসের এটি প্রথম ম্যাচ। অন্যদিকে গতকাল (রোববার) বিপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে সাকিবের রংপুর। শ্বাসরুদ্ধকর ম্যাচে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসকে দুই উইকেটে হারিয়ে দুই পয়েন্ট পায় রংপুর।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৫
এমআর

** ৮ ওভারে রংপুরের সংগ্রহ ৪৫
** ৫ ওভারে রংপুরের সংগ্রহ ৩৮/১
** সাকিবদের টার্গেট ১৫৬ রান
** ১ রানে মুশফিকদের হারালো তামিম বাহিনী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।