ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

এগিয়ে যাওয়ার মিশনে পাক-লঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, জুলাই ১৯, ২০১৫
এগিয়ে যাওয়ার মিশনে পাক-লঙ্কা ছবি : সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচে এগিয়ে যাওয়ার মিশনে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। প্রথম দুই ম্যাচে ১-১ এ সমতায় রয়েছে দু’দল।

সুতরাং এ ম্যাচ যারা জিতবে সিরিজের লাগাম তাদের দিকেই থাকবে।

এদিকে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমেছে পাকিস্তান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩৫.১ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ১৮৭ রান। ৪৯ ও ৩৫ রানে অপরাজিত আছেন মোহাম্মদ হাফিজ ও সরফরাজ আহমেদ।

এর আগে দুই ওপেনার আহমেদ শেহজাদ ও অধিনায়ক আজহার আলী ৪৪ ও ৪৯ রানে আউট হয়েছিলেন।

উল্লেখ্য, দু’দলের মধ্যকার প্রথম ম্যাচে স্বাগতিকদের ছয় উইকেটে হারিয়েছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। সে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের নেতৃত্বে দলটি দুই উইকেটে জয় লাভ করে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ