ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

ক্রিকেট

বোলিংয়ে এক বছরের নিষেধাজ্ঞায় হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, জুলাই ১৭, ২০১৫
বোলিংয়ে এক বছরের নিষেধাজ্ঞায় হাফিজ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে এক বছরের বোলিং নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। ২০১৪ সালে নভেম্বরের পর দ্বিতীয়বার হাফিজের বোলিংয়ে অবৈধ ডেলিভারি পাওয়া গেলে এমন শাস্তি দেওয়া হয় ৩৪ বছরের এ ক্রিকেটারকে।



জুনে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টে দ্বিতীয়বারের মত আম্পায়ারদের সন্দেহে পড়েন হাফিজ। পরে আইসিসি’র নির্ধারিত পরক্ষিগার চেন্নাইয়ে ৬ জুলাই টেস্ট করান তিনি। আর ফলাফলে দেখা যায় ডানহাতি এ স্পিনার হাতের কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙেন।

হাফিজ গত বছর আবু ধাবীতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথমবারের মত বোলিং সন্দেহে পড়েন। পরে তার বোলিং টেস্ট করানো হলে দেখা যায় ৩১ ডিগ্রি হাত ভাঙেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ