ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ক্রিকেট

একাডেমি মাঠে অনুশীলন সারলো টিম ইন্ডিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, জুন ২০, ২০১৫
একাডেমি মাঠে অনুশীলন সারলো টিম ইন্ডিয়া ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে ভারত। সিরিজে সমতায় ফিরতে শনিবার মিরপুরের একাডেমি মাঠে কঠোর অনুশীলন করেছে ভারতীয় ক্রিকেট দল।

দুপুর আড়াইটায় শুরু হওয়া অনুশীলন শেষ হয় বিকাল পাঁচটায়।

শুরুতে ফুটবল খেলে ওয়ার্মআপ সেরে নেন কোহলি-ধোনি-রায়নারা। কিছুক্ষণ পরই নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন করেন ক্রিকেটাররা। কোহলি-ধাওয়ান-রোহিতরা বেশ কিছুক্ষণ নেটে ভুবনেশ্বর কুমার, উমেশ যাদবদের বল মোকাবেলা করেন।  

ভারতীয় স্পিনাররাও শনিবারের অনুশীলনকে বাড়তি গুরুত্ব দিয়েছেন। নেটে টানা বোলিং করেছেন অশ্বিন-জাদেজারা। অনুশীলনের শেষ ভাগে ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।