ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ক্রিকেট

বৃষ্টিতে হতাশ ধাওয়ান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, জুন ১৩, ২০১৫
বৃষ্টিতে হতাশ ধাওয়ান ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের অধিকাংশ সময়ই কেড়ে নিয়েছে বৃষ্টি। বৃষ্টির থাবায় ড্রয়ের দিকে এগুচ্ছে ফতুল্লা টেস্ট।

  এ ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন শিখর ধাওয়ান। খেলেছেন ১৭৩ রানের অসাধারণ এক ইনিংস। এমন ইনিংস খেলার পরও হতাশ ভারতীয় এই ওপেনার! তবে ব্যাটিং নিয়ে নয়, কারণটা বৃষ্টি।

বৃষ্টির কারণে জয়ের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে ভারতের। শনিবার ফতুল্লায় বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে হতাশার কথাই ঝড়েছে ধাওয়ানের কন্ঠে, ‘আমরা খুব করে চাইছিলাম খেলাটা হোক। কিন্তু প্রকৃতির উপর তো আমাদের হাত নেই। আমরা খেলার জন্যই এসেছি। ’

টেস্ট অধিনায়ক হিসেবে  তৃতীয় ম্যাচ খেলছেন বিরাট কোহলি। তার অধীনে খেলতে কেমন লাগছে- এ প্রশ্নের জবাবে ধাওয়ান বলেন, ‘কোহলি মাঠে খুবই পজিটিভ। সতীর্থদের সঙ্গে তিনি বন্ধুভাবাপন্ন। ম্যাচ যে দিকেই যাক, কোহলি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ সবসময় পজিটিভ দেখতে চান। ’

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।