ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ক্রিকেট

ক্যারিবীয় বর্ষসেরা ক্রিকেটার বেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, জুন ১১, ২০১৫
ক্যারিবীয় বর্ষসেরা ক্রিকেটার বেন ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৩-১৪ সালের ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার হলেন সুলেমান বেন। কিংস্টনে ক্যারিবীয় বোর্ডের এক জমকালো অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয় বাঁহাতি স্পিনার বেনকে।



২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচটি টেস্ট খেলে ২৮ উইকেট পান বেন। তার বোলিং গড় ছিল ২৫.০৩।

এদিকে সর্বশেষ পাঁচ টেস্টে ৭৪.১২ গড়ে ৫৯৩ রান করা ক্রেইগ ব্রাথওয়েট হয়েছেন ক্যারিবীয়দের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। এ সময় তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৯ ও বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন। অন্যদিকে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন টেস্ট অধিনায়ক দিনেশ রামদিন।

দলের হয়ে রামদিন সর্বশেষ ১১টি ওডিআইতে ৬৩.৫৭ গড়ে দুটি সেঞ্চুরি সহ করেছেন ৪৪৫ রান।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি ও অভিষেক টেস্টে ৬৩ রান করা জার্মেইন ব্ল্যাকউড হয়েছেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। আর বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ১২ ম্যাচে ১৯ উইকেট পাওয়া স্যামুয়েল বদ্রি। সেই সঙ্গে বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন স্টেফানি টেইলর।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।